• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে আসছেন মেসিরা 


ক্রীড়া ডেস্ক জুন ৮, ২০২৫, ০৪:৪৪ পিএম
ভারতে আসছেন মেসিরা 

ঢাকা: অনেক আগ থেকেই গুঞ্জন চলছে ভারতে আসছেন লিওনেল মেসিরা। তবে বিষয়টি এতদিন নিশ্চিত না হলেও এবার এই তথ্য নিশ্চিত করলেন কেরালা রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান।  

শুক্রবার (৬ জুন) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এবং পরদিন সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন কেরালার ক্রীড়ামন্ত্রী। 

তিনি জানান, চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসের মধ্যেই কেরালার রাজধানী তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। যেখানে খেলবেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের তারকারা।

কেরালার প্রতিমন্ত্রীর মতে, চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আর্জেন্টিনা দল কেরালায় যাবে। ইতোমধ্যে ইভেন্টের স্পন্সর এবং প্রয়োজনীয় অর্থের জোগানও হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। কেরালায় মেসিরা রাষ্ট্রীয় অতিথির সম্মান এবং নিরাপত্তা পাবেন বলেও জানান তিনি। 

তিনি বলেন, স্পন্সর টাকাটা দিয়েছে। আর কোনও বাধা নেই। ফিফা উইন্ডো অনুসারে, অক্টোবর-নভেম্বর এই ধরনের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য আদর্শ সময়। এই সময়সীমায় ম্যাচ আয়োজন আমাদের জন্যও সম্ভব।

তিনি আরও বলেন, 'আর্থিক লেনদেনের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। চুক্তিটি সম্পূর্ণরূপে স্পন্সর এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে হয়। আমাদেরকে স্পন্সরের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ম্যাচ ফি নিষ্পত্তি করা হয়েছে।'

স্পন্সর এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে পূর্ণ চুক্তি সম্পন্ন হলে আনুষ্ঠানিক বিবৃতিতে মেসিদের ভারত সফর সম্পর্কে জানা যাবে। এখন পর্যন্ত এএফএ এই বিষয়ে কিছুই জানায়নি। কেরালার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে মেসিদের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

উল্লেখ্য, ছয় মাস আগেও একবার আর্জেন্টিনার ভারত সফরের ঘোষণা এসেছিল, তবে স্পন্সর চুক্তি ঘিরে জটিলতা তৈরি হওয়ায় সেটি বাস্তবায়ন হয়নি। এবার কেরালা সরকারের দাবি, সব সমস্যার সমাধান হয়েছে এবং এবার মেসিদের আগমন নিশ্চিত।

এআর

Wordbridge School
Link copied!