ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাদ পড়েছেন নাজমুল হোসেন।
টানা ব্যর্থতায় এ বছরের শুরুতে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নাজমুল। তার জায়গায় আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে।
টি-টোয়েন্টিতে সর্বশেষ ২১ ইনিংসে কোনো ফিফটি না পাওয়া নাজমুল এবার স্কোয়াড থেকেও ছিটকে গেলেন। তার সঙ্গে সর্বশেষ সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও এবার স্কোয়াডে নেই।
তাদের জায়গায় নাঈম ও সাইফউদ্দিন ছাড়াও চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে স্কোয়াডে অর্ন্তভুক্ত করা হয়েছে। আছেন নাসুম আহমেদ ও শরীফুল ইসলামও।
২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ মাঠে নামা নাঈম আছেন ওয়ানডে সিরিজের দলেও। গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন।
এআর







































