ঢাকা: জয়ের জন্য এখনো ৭৫ রান দরকার শ্রীলঙ্কার। ৫ ম্যাচ ধরে ওয়ানডেতে উইকেট নেই মেহেদী হাসান মিরাজের।
তার এই অপেক্ষার শেষ হলো হাসারাঙ্গাকে ফিরিয়ে। তার বলে তুলে মেরেছিলেন হাসারাঙ্গা, কিন্তু তা মিড উইকেটে বাউন্ডারির কাছে দাঁড়িয়ে ক্যাচ নেন তানজিম।
১৬ বলে ১৩ রান করেছেন হাসারাঙ্গা, তার সঙ্গে লিয়ানাগের জুটি ছিল ২৪ রানের।
হতাশার সময়ে আশা দেখিয়েছিলেন জুটি ভেঙে। এরপরও শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের স্বস্তি দেননি। একে একে পঞ্চম উইকেট পেয়ে গেলেন তানভীর, মাহেশ থিকসেনা তার বলে মিড উইকেটে ক্যাচ দিলে পূর্ণ হয়েছে তা। ১২ বলে ২ রান করে আউট হয়েছেন থিকসেনা। জয়ের
এআর