• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রিপল সেঞ্চুরিতে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম মুল্ডার


ক্রীড়া ডেস্ক জুলাই ৭, ২০২৫, ০৪:১৭ পিএম
ট্রিপল সেঞ্চুরিতে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম মুল্ডার

ঢাকা: প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট নেতৃত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরির অনন্য নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মুল্ডার। বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ধরা দেয় তার এই অর্জন।

টেস্ট নেতৃত্বের অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ম্যাচের প্রথম দিনই গড়েন মুল্ডার। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে ২৩৯ রান করে আগের রেকর্ডটি গড়েছিলেন নিউ জিল্যান্ডের গ্রাহাম ডাউলিং।

২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে মুল্ডার ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ২৯৭ বলে। ক্রিকেটের অভিজাত সংস্করণে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি এটি। ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ডটি ভারতের ভিরেন্দার শেবাগের।

এই দুজন ছাড়া তিনশর কম বলে ট্রিপল সেঞ্চুরি নেই আর কারও। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে ৩১০ বলে তিনশ ছুঁয়ে এই তালিকায় তিন নম্বরে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

দক্ষিণ আফ্রিকার প্রথম অধিনায়ক ও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির স্বাদ পেলেন মুল্ডার।

২০০৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে গ্রায়েম স্মিথের ২৭৭ ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়কদের মধ্যে আগের সর্বোচ্চ ইনিংস।

২০১২ সালে দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে হাশিম আমলার অপরাজিত ৩১১ ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন মুল্ডারের। ৩১১ থেকে ব্লেসিং মুজারাবানিকে চার মেরে নতুন চূড়ায় পা রাখেন ২৭ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।

এই টেস্টে মুল্ডার অধিনায়কত্ব পান হঠাৎ করেই। মূল অধিনায়ক টেম্বা বাভুমার চোটে জিম্বাবুয়ে সফরে প্রথমে নেতৃত্ব পেয়েছিলেন কেশাভ মহারাজ। প্রথম টেস্টের পর তিনিও চোট নিয়ে ছিটকে পড়ায় দায়িত্ব পড়ে মুল্ডারের কাঁধে।

এর আগে স্বীকৃত ক্রিকেটে তার নেতৃত্বের একমাত্র অভিজ্ঞতা ছিল ২০২২ সালে ইংল্যান্ডে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের কোয়ার্টার-ফাইনালে কেন্টের বিপক্ষে লেস্টারশায়ারের অধিনায়কত্ব করা।

সেই তিনিই অসাধারণ ব্যাটিংয়ে রেকর্ডময় ইনিংসে রাঙালেন নিজেকে। এখন ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে চারশ রানের হাতছানি তার সামনে। ৩২৪ বলে ৩৫০ ছুঁয়ে খেলছেন তিনি।

এআর

Wordbridge School
Link copied!