ঢাকা: তানভীর ইসলামের ক্যাচ মাদুশকা ধরতেই নিশ্চিত হলো ৯৯ রানের হার। ২৮৬ রানের লক্ষ্য তাড়া কঠিনই হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ লড়াইটুকুও করতে পারল না। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
পাল্লেকেলেতে মঙ্গলবার ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান তোলে শ্রীলঙ্কা। ১৮ চার ১১৪ বলে ১২৪ রানের ইনিংস খেলেন কুসাল মেন্ডিস। বাংলাদেশ ৩৯.৪ ওভারেই গুটিয়ে যায় রানে ১৮৬ রানে।
বাংলাদেশের রান তাড়ায় প্রথম চার ওভারের মধ্যে বিদায় নেন তানজিদ হাসান (১৩ বলে ১৭) ও নাজমুল হোসেন শান্ত (০)। অস্বস্তিতে ১৩ ওভার টিকে থেকে ওপেনার পারভেজ হোসেন (৪৪ বলে ২৮) বিদায় নেন ছক্কার চেষ্টায়।
মেহেদী হাসান মিরাজ (২৫ বলে ২৮) ইতিবাচক শুরুর পর উইকেট বিলিয়ে ফেরেন। টিকতে পারেননি শামীম হোসেনও (১২)।
দীর্ঘক্ষণ এক প্রান্তে টিকে থেকে ফিফটি করা তাওহিদ হৃদয়কে (৭৮ বলে ৫১) বোল্ড করে দেন দুশমান্থা চামিরা। এরপর কেবল কিছুটা লড়াই করেন জাকের আলি (২৭)।
দুই দল এখন খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ পাল্লেকেলেতেই বৃহস্পতিবার।
এআর







































