• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মেসির জোড়া গোল, মিয়ামির দুর্দান্ত জয়


ক্রীড়া ডেস্ক: জুলাই ১৩, ২০২৫, ০৯:০৬ এএম
মেসির জোড়া গোল, মিয়ামির দুর্দান্ত জয়

ঢাকা : আবারও লিওনেল মেসির জোড়া গোল। আর মিয়ামির দুর্দান্ত জয়। রোববার (১৩ জুলাই) ভোরে মেসির জোড়া গোলে ন্যাশভিল এসসি’র বিপক্ষে জয় তুলে নেয় মিয়ামি। 

গত সপ্তাহেই মেসি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছিলেন। এবার সেই কীর্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গড়লেন নতুন রেকর্ড।

এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচ জিতল ইন্টার মায়ামি। ১৫ ম্যাচে মেসির গোল সংখ্যা এখন ১৬টি, যা তাকে ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে, সারিজের চেয়ে ৬ ম্যাচ কম খেলেই।

ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ম্যাচের ১৭তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে মেসি প্রথম গোলটি করেন। বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠিয়ে নিজের ক্যারিয়ারের ৬৯তম সরাসরি ফ্রি কিক গোলটি করেন তিনি। এটি ছিল ইন্টার মায়ামির হয়ে মেসির ষষ্ঠ ফ্রি কিক গোল এবং এমএলএস-এ টানা ষষ্ঠ ম্যাচে গোল করার কৃতিত্ব।

দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে গোলরক্ষক জো উইলিসের একটি ভুল পাস কেটে নিয়ে মেসি দ্বিতীয় গোলটি করেন, গোলরক্ষককে কাটিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।

এই পারফরম্যান্সের মাধ্যমে ২০১২ সালের পর প্রথমবারের মতো মেসি টানা পাঁচটি লিগ ম্যাচে একাধিক গোল করার কীর্তি গড়লেন। সে সময় বার্সেলোনার হয়ে লা লিগায় তিনি টানা ছয় ম্যাচে একাধিক গোল করেছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!