ঢাকা: অবশেষে টি-টোয়েন্টিতে টসে জিতল বাংলাদেশ। টানা নয় ম্যাচে টসে হারার পর আজ ভাগ্য মুখ তুলে তাকিয়েছে বাংলাদেশের দিকে।
টসে জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ফিল্ডিং বেছে নিয়েছেন। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। সিরিজে ম্যাচের সংখ্যা তিন।
এর আগে মে-জুনে পাকিস্তান সফরে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কায় সিরিজ জিতে আসা বাংলাদেশ কি পারবে আরেকটি টি-টোয়েন্টি সিরিজ জিতে ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলতে।
বাংলাদেশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।
এআর







































