• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের মিশন


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ২৪, ২০২৫, ১১:০৫ এএম
এবার টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের মিশন

ঢাকা : দেশের মাটিতে টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় করলো বাংলাদেশ। এবার অতিথিদের বাংলাওয়াশ করার চিন্তা টাইগারদের। আর সেই মিশন শুরু হবে বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুরে।

পাকিস্তানের বিপক্ষে এর আগে ওয়ানডে আর টেস্টে সিরিজ জয় করে বাংলাদেশ। বাকি ছিল টি-টোয়েন্টি। সেই স্বাদও পূরণ হলো টাইগারদের। তবে ঘরের মাটিতে এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার স্বপ্ন দেখছে টাইগাররা।

প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় ও দ্বিতীয়টিতে ৮ রানের জয়ের পরে আজ সন্ধ্যা ৬টায় মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচে জয় তুলে নিতে পারলেই পাকিস্তানকে ধবলধোলাই করবে টাইগার বাহিনী। সে লক্ষ্য নিয়েই মাঠে নামছে লিটন কুমার দাসের দল। অন্যদিকে পাকিস্তানও মরিয়া যেভাবেই হোক এই ম্যাচে জয় তুলে নিতে। তাতে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরেকটি রোমাঞ্চের অপেক্ষায় দর্শকরা।

এর আগে লাহোরে পাকিস্তান-বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিনটিতেই হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হারের তিক্ত স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে লঙ্কায় গিয়ে ২০ ওভারের ক্রিকেটে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল।

তবে পাকিস্তানকে ধবলধোলাই করার স্বাদ বাংলাদেশ আগেও পেয়েছে। ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে আর গত বছর পাকিস্তানে গিয়ে প্রথম টেস্ট সিরিজ জয়কে বাংলাদেশ রূপ দিয়েছিল হোয়াইটওয়াশে। এবার প্রথমবারের মতো তাদের টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ওই হাতছানি এসেছে এ সংস্করণেও। এর আগে পাকিস্তানের বিপক্ষে দুবার একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ।

পিএস

Wordbridge School
Link copied!