• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উইমেন’স ইউরো : টাইব্রেকারে শিরোপা ধরে রাখল ইংল্যান্ড


ক্রীড়া ডেস্ক: জুলাই ২৮, ২০২৫, ০৯:২২ এএম
উইমেন’স ইউরো : টাইব্রেকারে শিরোপা ধরে রাখল ইংল্যান্ড

ঢাকা : উইমেন’স ইউরোর ফাইনালে টাইব্রেকারে শেষ হাসি হাসল ইংল্যান্ড। ধরে রাখল শিরোপা। রোববার ১২০ মিনিটের লড়াই ১-১ গোলে শেষ হওয়ার পর, পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড।

দুই বছর আগে বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারলেও, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতে শিরোপা উৎসব করল ইংল্যান্ডের মেয়েরা।

টাইব্রেকারে ইংল্যান্ডের শুরুটা মোটেও ভালো ছিল না। বেথ মিড পা পিছলে পড়ে গিয়ে ‘ডাবল টাচে’ বল জালে পাঠানোর পর পুনরায় শট নিতে হয় তাকে। এবার তার প্রচেষ্টা ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক। তবে ইংল্যান্ডের পরের চার শটের তিনটিই খুঁজে পায় জাল।

জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া বার্সেলোনা তারকা আইতানা বনমাতিসহ স্পেনের তিন জন টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। যার দুটি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

মূল ম্যাচে প্রায় ৬৫ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে স্পেন। ইংল্যান্ডের আট শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

২৫তম মিনিটে এগিয়ে যায় স্পেন। বক্সে ডান দিকের বাইলাইনের কাছাকাছি থেকে ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন আর্সেনাল ফরোয়ার্ড মারিওনা কালদেন্তে।

বিরতি থেকে ফিরে ৫৭তম মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। প্রথমার্ধের শেষ দিকে বদলি নামা কেলির ক্রসে বক্সে হেডে গোল করেন আর্সেনাল ফরোয়ার্ড অ্যালেসিয়া রুশো।

এরপর আক্রমণ পাল্টা-আক্রমণে লড়াই চালিয়ে যায় দুই দল। তবে গোলের দেখা আর মেলেনি। এরপর টাইব্রেকারে স্পেনের স্বপ্ন ভেঙে উল্লাসে মাতে ইংল্যান্ড।

পিএস

Wordbridge School
Link copied!