• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে ফাইনালে ব্রাজিল


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০২৫, ১০:০৩ এএম
উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে ফাইনালে ব্রাজিল

ছবি : সংগৃহীত

ঢাকা: নারী কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। বুধবার (৩০ জুলাই) ভোরে সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে সেলেসাওরা। জোড়া গোল করে ম্যাচের নায়িকা অ্যামান্ডা গুতিয়েরেস।

এই জয়ে শুধু ফাইনালের টিকিটই পায়নি ব্রাজিল, নিশ্চিত করেছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার যোগ্যতাও।

এ নিয়ে টানা ৫ম বারই ফাইনালে উঠেছে ব্রাজিল। ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। ২০২২ সালে এই কলম্বিয়াকে হারিয়েই শিরোপা জিতেছিল ব্রাজিল।

১১ মিনিটে মার্তার নিখুঁত ক্রসে হেড করে গুতিয়েরেস দলকে এগিয়ে দেন। দুই মিনিট পরই জিও গারবেলিনির কাছ থেকে ব্যবধান দ্বিগুণ হয়। ২৭তম মিনিটে পেনাল্টি থেকে মার্তা তার প্রথম গোল করে স্কোর দাঁড় করান ৩-০।

দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে ইসা হাসের আত্মঘাতী গোলে উরুগুয়ে ব্যবধান কমালেও ৬৫ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোল করেন গুতিয়েরেস।

শেষ দিকে বদলি খেলোয়াড় দুদিনহা গোল করে নিশ্চিত করেন ব্রাজিলের ৫-১ গোলের দাপুটে জয়। এখন পর্যন্ত এই প্রতিযোগিতার ৯টি আসর মাঠে গড়িয়েছে, যার মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা। মাঝে একবার আর্জেন্টিনা জিতেছিল। 

ফাইনালে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

এসআই

Wordbridge School
Link copied!