• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে তৃতীয় আর্জেন্টিনা


ক্রীড়া ডেস্ক: আগস্ট ২, ২০২৫, ০৭:২২ পিএম
টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে তৃতীয় আর্জেন্টিনা

ঢাকা : নারী কোপা আমেরিকা ফুটবলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে উরুগুয়েতে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

শনিবার  কুইটোতে রোমাঞ্চকর এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে পড়লেও, ম্যাচের শেষদিকে ফ্লোরেন্সিয়া বোনসেগুন্দোর করা একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে আলবিসেলেস্তাদের গোলরক্ষক দৃঢ়তা দেখান এবং স্টেফানি লাকোস্তের মিস উরুগুয়ের জন্য হয়ে দাঁড়ায় ব্যয়বহুল।

আর্জেন্টিনার কোচ জার্মান পোর্তানোভা দলটির লড়াকু মনোভাবের প্রশংসা করে বলেন, “এই টুর্নামেন্টের পথচলা আমাদের জন্য গর্বের।” গোলদাতা অ্যালদানা কোমেত্তি বলেন, “আমরা পেনাল্টিতে যেতে চাইনি, কিন্তু শেষ পর্যন্ত জিতেছি। আমরা খুশি।”

এই জয় আর্জেন্টিনার টানা দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন এবং দক্ষিণ আমেরিকান নারী ফুটবলে তাদের ক্রমবর্ধমান শক্তির প্রমাণ।

পিএস

Wordbridge School
Link copied!