• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রয়োজনে ‘জীবনের ঝুঁকি’ নেবেন ওকস


ক্রীড়া ডেস্ক আগস্ট ৪, ২০২৫, ০২:৪৩ পিএম
প্রয়োজনে ‘জীবনের ঝুঁকি’ নেবেন ওকস

ঢাকা: ইংল্যান্ডের দরকার ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। ওভাল টেস্ট আজ শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায়। পাল্লাটা যদিও ইংল্যান্ডের দিকেই ভারী। 

স্বাগতিকেরা চাইবে গতকাল অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করা দুই জেমি-স্মিথ (২*) ও ওভারটন (০*) আজ দলকে ম্যাচ ও সিরিজ জিতিয়েই মাঠ ছাড়ুন। কোনো কারণে এ দুজন না পারলে গাস অ্যাটকিনসন ও জশ টাং আছেন।

প্রয়োজনে কাঁধের গুরুতর চোট নিয়ে ব্যাটিংয়ে নামবেন ক্রিস ওকস-এমনটাই জানিয়েছেন জো রুট। তার ভাষায়, ইংল্যান্ডের জন্য ওকসের এই আত্মত্যাগ ‘জীবনকে ঝুঁকিতে ফেলার মতো’, যা এই সিরিজেই ভারতের জন্য ঋষভ প্যান্টও করেছেন।

গত বৃহস্পতিবার ওভাল টেস্টের প্রথম দিনে সীমানারেখার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি ঠেকাতে গিয়ে বাঁ কাঁধে গুরুতর আঘাত পান ওকস। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, ৩৬ বছর বয়সী বোলিং অলরাউন্ডার এই ম্যাচে আর খেলতে পারবেন না।

ইংল্যান্ড দলের ফিজিওর সহায়তায় বাঁ হাত সোয়েটারে জড়িয়ে ব্যথায় কাতরাতে কাতরাতে সেদিন মাঠ ছাড়েন ওকস। এরপর আর তাকে দেখা যায়নি। তবে কাল ইংল্যান্ডের ৬ উইকেট পড়ে যাওয়ার পর ওকসকে ড্রেসিংরুমে ঘোরাফেরা করতে দেখা গেছে। বাঁ হাতে কালো ব্যান্ডেজ, পরনে ম্যাচের জার্সি। বোঝাই যাচ্ছিল, দরকার পড়লে তিনি এক হাতেই ব্যাট করতে প্রস্তুত।

কাল চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জো রুট সেটি নিশ্চিত করলেন, ‘বাকিদের মতো সে-ও (ওকস) আমাদের সঙ্গেই আছে। এটা এমন এক সিরিজ, যেখানে খেলোয়াড়দের জীবন ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। (ম্যানচেস্টার টেস্টে) ঋষভ প্যান্ট ভাঙা পা নিয়েই ব্যাট করেছেন। ক্রিস ওকসও ইংল্যান্ডের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত।’

তবে রুটের আশা, ওকসের ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়বে না, ‘সে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এটা (দলের প্রতি নিবেদন) তার কাছে অনেক অর্থবহ। ইংল্যান্ডের জন্য নিজেকে ঝুঁকিতে ফেলতেও প্রস্তুত থাকা তার চরিত্র ও ব্যক্তিত্বের জানান দেয়। তবে আশা করি খেলা ওই পর্যন্ত যাবে না।’

এআর

Wordbridge School
Link copied!