• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দক্ষিণ আফ্রিকাকে আবার হারালেন বাংলাদেশের যুবারা


ক্রীড়া ডেস্ক আগস্ট ৬, ২০২৫, ১০:১৮ পিএম
দক্ষিণ আফ্রিকাকে আবার হারালেন বাংলাদেশের যুবারা

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হলো দল দুটি। আগের দুটিতে একটিতে জিতেছিল বাংলাদেশ, আরেকটিতে দক্ষিণ আফ্রিকা।

আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়ের ভিত গড়ে দিয়েছেন বোলাররা। প্রোটিয়াদের ১৪৭ রানে অলআউট করে দেওয়ার পর ওই রান ২৯.৩ ওভারেই তাড়া করে ফেলেন ব্যাটসম্যানরা।

টসে জিতে বোলিং করতে নামার পর চতুর্থ ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ইকবাল হোসেন। ৯ বলে ৫ রান করা ফন শালকভিককে ফেরান তিনি। পরের ওভারে আরেক ওপেনার আদনান লাগাডিয়েনকে ফিরিয়ে দেন আল ফাহাদ। বাদ যায়নি পরের ওভারও। ষষ্ঠ ওভারে দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটের পতন ঘটান সানজিদ মজুমদার, আউট হন প্রোটিয়াদের অধিনায়ক জেসন রোলেস (৬ বলে ৪ রান)।

সানজিদ এরপর নিয়েছেন আরও তিন উইকেট। দক্ষিণ আফ্রিকাও শুরুর ধাক্কা সামলে নিতে পারেনি। মাঝে বিহান প্রিটোরিয়াসের সঙ্গে পল জেমসের ৩২ রানের জুটিই দলটির পক্ষে সর্বোচ্চ হয়ে থেকেছে। ৬৭ বলে ৩৩ রান করে আল ফাহাদের বলে আউট হন জেমস। শেষ দিকে ৫৯ বলে ৩৯ রান আসে বান্দিলে এমবাথার ব্যাট থেকে। ৪ উইকেট নেওয়া সানজিদ ৮ ওভারে ৩৯ রান দেন। ২ উইকেট করে পান ফাহাদ ও সামিউন বাসীর।

রান তাড়ায় নেমে শুরুতে ধাক্কা খেয়েছিলেন বাংলাদেশের যুবারা। ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর হারের ভয়ও ধরেছিল। তবে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ৮০ রানের জুটিতে দলকে জয় এনে দেন মোহাম্মদ আব্দুল্লাহ ও সামিউন। ৪৭ বলে ২০ রান করে আব্দুল্লাহ ও ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন সামিউন।

শুক্রবার নিজেদের পরের ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১০ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল।

এআর

Wordbridge School
Link copied!