ঢাকা: বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ঋতুপর্ণা চাকমার রাঙামাটির বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছে বিসিবি৷
শনিবার (৯ আগস্ট) বিসিবির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্থাটির পরিচালক ইফতেখার রহমান মিঠু।
দুইবারের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণার রাঙামাটির বাড়িটি অতি সাধারণ। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও বেশ চর্চা হয়েছে।
সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন এই ফুটবলার। তবে সেখানে এখনো বাড়ি নির্মাণ করতে পারেননি তিনি। বিষয়টি নিয়ে গত বছর সামাজিক মাধ্যমে আক্ষেপ করেছিলেন এই কৃতি ফুটবলার।
এবার এই ফুটবলারের পাশে দাঁড়াচ্ছে বিসিবি। রাঙামাটিতে তাকে একটি বাড়ি করে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কবে নাগাদ কাজ শুরু হবে সেটা নিয়ে অবশ্য এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
বিসিবি বরাবরই বাংলাদেশের নারী ফুটবলারদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছে। সাফ জয়ের পর তাদের পুরস্কৃত করার পাশাপাশি নারী ফুটবলারদের বিদেশ সফরেও সাহায্য করেছে ক্রিকেট বোর্ড।
এআর







































