• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাগদান সারলেন শচীনপুত্র অর্জুন, পাত্রী কে?


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৪, ২০২৫, ১১:৩৫ এএম
বাগদান সারলেন শচীনপুত্র অর্জুন, পাত্রী কে?

ঢাকা: ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকরের ছেলে অর্জুন টেন্ডুলকর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বুধবার ঘরোয়া অনুষ্ঠানে সম্পন্ন হলো তার বাগদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও কয়েকজন বন্ধু।

ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ ও হোটেল শিল্পে পরিচিত ঘাই পরিবার ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক।

এই প্রভাবশালী পরিবারের জামাই হলেন শচীন-পুত্র অর্জুন। ২৫ বছর বয়সী অর্জুন পেশাদার ক্রিকেটার। বাঁহাতি পেসার হলেও ব্যাটেও কম যান না অর্জুন। তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন এবং ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে।

প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিজ্ঞতা ১৭টি ম্যাচ এবং লিস্ট ‘এ’ ম্যাচে ১৮টি। সানিয়া চন্দোকও একজন সফল ব্যবসায়ী। তার নিজের একাধিক সংস্থা রয়েছে এবং পারিবারিক ব্যবসার দায়িত্বও তিনি সামলান। তিনি খুব বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না এবং আড়ম্বরপূর্ণ জীবন পছন্দ করেন না।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে অর্জুন ও সানিয়ার সম্পর্ক ছিল এবং দুই পরিবারের সম্মতিতে তারা বাগদানের সিদ্ধান্ত নেন। শচীন টেন্ডুলকরের মেয়ে সারার বিষয়ে মাঝে মাঝে নানা জল্পনা শোনা যায়। এক সময় বলা হয়েছিল, তিনি শুবমান গিলের সঙ্গে সম্পর্কে জড়িত। তবে কোনো পক্ষই তা নিশ্চিত করেননি।
 

ইউআর

Wordbridge School
Link copied!