ঢাকা: পাকিস্তানের বড় দুই তারকা বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ানকে ধুয়ে দিলেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৪ বছর পর ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের শুরুটা খারাপ ছিল না বাবর ও রিজওয়ানের। দলের জয়ের ম্যাচে বাবর করেছিলেন ৬৪ বলে ৪৭ রান, রিজওয়ান করেছিলেন ৬৯ বলে ৫৩। দুজনই অবশ্য বাজে সময়ে আউট হয়ে যান। পরে অভিষিক্ত হাসান নাওয়াজের ফিফটিতে জিতে যায় পাকিস্তান।
পরের ম্যাচে বাবর ফেরেন শূন্য রানে, রিজওয়ান করেন ৩৮ বলে ১৬। হেরে যায় পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে বাবর ফেরেন ২৩ বলে ৯ রান করে, রিজওয়ান আউট হন প্রথম বলেই। ৯২ রানে বিধ্বস্ত হয় পাকিস্তান। ২০২ রানের জয়ে সিরিজ জিতে নেয় ক্যারিবিয়ানরা।
এই দুজনকে শূলে চড়িয়ে বাসিত আলি অভিযোগ করে বলেন, ক্যারিয়ারের শুরুতে যা পারফর্ম করেছে, এখনও সেসব বেঁচেই খাচ্ছে ওরা। এখন ওদের দিয়ে স্রেফ বিজ্ঞাপন করানো হোক।
ওরা কোচদের কথা শোনে না। ব্যাটিং যখন যা বলে, ওরা স্রেফ শোনার ভান করে। ইনজামাম, ইউসুফ বা ইউনিস খানের মতো কাউকে দরকার ওদের, যে ওদেরকে জাগিয়ে তুলবে। তবে ওরা দুজন জানে, এসব কেউ করবে না, কারণ কাউকেই আগে এসব করতে দেয়নি ওরা।
প্রচণ্ড ইগোর কারণে বাবরের পারফরম্যান্স পতনের দিকে বলেও মন্তব্য করেন বাসিত। আরেক সাবেক ক্রিকেটার কামরান আকমল অবশ্য এখানে একমত নন বাসিতের সঙ্গে। তবে বাবরের কাজিন সাবেক এই কিপার-ব্যাটসম্যানও সমালোচনা করলেন বাবরের।
আমি এটা নিশ্চিত করতে পারি যে, বাবরের মধ্যে কোনো ইগো আমি দেখিনি। পরিবারকে সম্মান করে সে এবং সবার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মেশে। তবে আমি যা চাই, তা হলো, সে যখন মাঠে নামে, খেলাটার চেয়ে যেন নিজেকে বড় মনে না করে। পাকিস্তানকে যেন সবকিছুর ওপরে রাখে।
পাকিস্তানের অধিনায়ক থাকার সময় যেসব ক্রিকেটারের ওপর সে বিনিয়োগ করেছে, তাদের বেশ কজনও দেশের হয়ে প্রতিদান দিতে পারেনি।
বাসিত আলি তো চরম শঙ্কায় আছেন সামনের এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ নিয়ে।
আমি প্রার্থনা করি যে, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভারত না খেলে, যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে (সাবেকদের আসর) তারা খেলেনি। খেললে ওরা এমনভাবে আমাদের পেটাবে, আপনাদের ধারণার বাইরে তা।
এআর







































