• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টাইগারদের মূল অনুশীলন শুরু আজ


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৫, ২০২৫, ০৯:৫০ এএম
টাইগারদের মূল অনুশীলন শুরু আজ

ঢাকা: এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে চলছে বাংলাদেশ দলের বিশেষ ফিটনেস ক্যাম্প। যা শেষ হয়েছে গেল বুধবার। 

এরপর একদিনের বিরতি দিয়ে শুক্রবার (১৫ আগষ্ট) দুপুর থেকে ফের মাঠে নামছে টাইগার ক্রিকেটাররা। মূলত আগামী কয়েকদিন ঢাকায় স্কিল অনুশীলন করবেন টাইগাররা।

আজ দুপুর ২টা থেকে শুরু হচ্ছে লিটন কুমার দাসদের মূল অনুশীলন। এদিন প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গেও কাজ করার কথা রয়েছে ক্রিকেটারদের।

১৮ আগস্ট এই অনুশীলন শেষে টাইগার ক্রিকেটাররা যাবেন সিলেটে। একদিন বিরতি দিয়ে ২০ আগস্ট থেকে লাক্কাতুরায় আবার অনুশীলন শুরু হবে টাইগারদের।

এদিকে গেল সপ্তাহখানেকের ফিটনেস ক্যাম্প চলাকালীন কোচিং স্টাফদের মধ্যে একমাত্র নাথান কেলিই ছিলেন সরাসরি দায়িত্বে, বাকিরা ছিলেন ছুটিতে। প্রধান কোচ ফিল সিমন্সের আজ ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপরে আগামীকাল মূল অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে তিনটি টি-টোয়েন্টি খেলতে চলতি মাসের শেষে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। 

এআর

Wordbridge School
Link copied!