• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গোয়ার বিপক্ষে খেলতে ভারতে আসছে রোনালদোর আল নাসর


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৬, ২০২৫, ০৩:৫৬ পিএম
গোয়ার বিপক্ষে খেলতে ভারতে আসছে রোনালদোর আল নাসর

ঢাকা: এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-এর গ্রুপ পর্বের ম্যাচ খেলতে প্রথমবারের মতো ভারত সফরে আসতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল এফসি গোয়া ও রোনালদোর দল আল নাসর মুখোমুখি হবে এ ম্যাচে। ভারতের সংবাদমাধ্যম ইতিমধ্যেই ম্যাচটিকে বলছে ‘ঐতিহাসিক’।

শুক্রবার ড্রয়ে সৌদি আরবের ক্লাব আল নাসর এশিয়ার দ্বিতীয় স্তরের এ প্রতিযোগিতার ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলোল আর ইরাকের আল-জাওরা।

প্রতিটি গ্রুপে শীর্ষ দুই দল যাবে দ্বিতীয় রাউন্ডে। গ্রুপ পর্বে আগামী ২২ অক্টোবর গোয়ার জহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতীয় ক্লাবটির মুখোমুখি হবে আল নাসর। সব ঠিক থাকলে এই ম্যাচটি খেলতেই ভারতে যেতে পারেন ‘সিআর সেভেন।’ এরপর ৫ নভেম্বর রিয়াদে ফিরতি লেগে আল নাসরের মুখোমুখি হবে গোয়া।

রোনালদোর ক্লাবের সঙ্গে এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত এফসি গোয়ার সমর্থকেরা। ক্লাবটির প্রধান নির্বাহী রবি পুষ্কুর সংবাদ সংস্থা এপিকে বলেছেন, ‘এফসি গোয়ার মতো ক্লাবের জন্য এমন মুহূর্ত জীবনে একবারই আসে। আল নাসর আর ক্রিস্টিয়ানো রোনালদোকে আতিথ্য দেওয়াই সম্ভবত ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ।’

৪০ বছর বয়সী রোনালদো ২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখনো কোনো বড় শিরোপা জিততে পারেননি। ফলে সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতা জেতার জন্য পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে তারা।

এআর

Wordbridge School
Link copied!