• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘গ্যারান্টি দিয়ে বলছি, ভারত-পাকিস্তান ম্যাচ হবে না’


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০২৫, ০৭:৪৮ পিএম
‘গ্যারান্টি দিয়ে বলছি, ভারত-পাকিস্তান ম্যাচ হবে না’

ঢাকা: সেপ্টেম্বরে এশিয়া কাপ। যতটা না চ্যাম্পিয়ন হওয়া নিয়ে হচ্ছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো। 

কেননা পেহেলগামের সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন যুদ্ধও হয়েছে দুই দেশের মধ্যে। যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।

আগামী ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচ নিয়ে সাবেক ক্রিকেটার কেদার যাদব বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত নয়।

ভারতের সামর্থ্য জেনেই বলছি, পাকিস্তানের বিপক্ষে যেকোনো মাঠে জিতবে ভারত। তবে গ্যারান্টি দিচ্ছি যে এই ম্যাচটি হবে না।’

অপারেশন সিঁদুরের প্রশংসা করে কেদার যাদব আরো বলেছেন, ‘অপারেশন সিঁদুরের জবাবটা ছিল ব্যাপক। তাৎক্ষণিক জবাব দিয়েছে। নতুন এবং সক্ষম ভারত দেখিয়ে দিয়েছে তাদের ভূখণ্ডে ঢুকে শত্রুকে ধ্বংস করতে পারে।’

উল্লেখ্য, সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ বয়কট করে ভারত। পাকিস্তান আবার এশিয়া কাপ হকি খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

তাই স্বাভাবিকভাবেই এশিয়া কাপের ম্যাচটি হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে। 

এআর

Wordbridge School
Link copied!