• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচন নিয়ে বোর্ড সভা আজ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০২৫, ১১:২৫ এএম
নির্বাচন নিয়ে বোর্ড সভা আজ

ফাইল ছবি

ঢাকা: সময় ঘনিয়ে এসেছে। এরই মধ্যে একাধিক প্রার্থী নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শেষ পর্যন্ত হবে কি না এ নিয়েই আজ বোর্ড সভা অনুষ্ঠিত হবে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে। ঢাকার বাইরে চট্টগ্রামে বিসিবির সভা হয়েছে।

তবে সিলেটে এবার প্রথম কোনো বোর্ড সভা হতে যাচ্ছে। বিসিবির সভায় নির্বাচন নিয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে। এরপর রয়েছে ঢাকা লিগ ও বিপিএলে ফিক্সিং-কাণ্ড নিয়ে তদন্ত কমিটির দেওয়া রিপোর্ট নিয়ে আলোচনা। সেখানে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে। বিপিএলের জন্য যে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ নির্ধারণ করা হয়েছে সেটাও আজ জানানো হবে।

আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে সিলেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আলোচনা থাকবে, এশিয়া কাপের আগে দল নিয়ে কিছু বিষয় থাকবে, সবশেষে আর্থিক বিষয় তো আছেই। অনেকের ধারণা, আজই বিসিবির নির্বাচনের নির্বাচন কমিশন গঠন করে সেটা ঘোষণা করা হতে পারে। বিসিবির নির্বাচন সব সময়ই আগ্রহের কেন্দ্রে থাকে।

একটি সূত্র জানিয়েছে, যে নির্বাচন নিয়ে এত আলোচনা তা আপাতত হবে কি না সেটা নিয়েই সন্দেহ প্রবল। এর কিছু কারণও উল্লেখ করেছে সূত্রটি। বিশেষ করে বর্তমান সরকার চাচ্ছে না এখনই বিসিবির নির্বাচন হোক! যে কোনোভাবে অ্যাডহক কমিটির মাধ্যমে বোর্ডের কাজ চালিয়ে যাওয়ার প্রয়াস চালানো হতে পারে। তবে বোর্ডের অধিকাংশ পরিচালক ও কাউন্সিলর নির্ধারিত সময়েই নির্বাচন আশা করছেন।

এসআই

Wordbridge School
Link copied!