ঢাকা: সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেছে বাংলাদেশ। বিশেষ করে লিটন দাস রীতিমতো ঝড় তুলেছেন!
৪ ওভার ১ বল খেলে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৬০ রান। ১৬ বলে ৪২ রানে অপরাজিত লিটন।
উইকেট, ছক্কা, ওয়াইড, নো বল, ফ্লাডলাইটে সমস্যা, ফ্রি হিট, চার, ক্যাচ মিস-সর্বশেষ ১৫ মিনিটে নাটকীয় সব ঘটনা ঘটল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুধু বৃষ্টির আগমনই বোধ হয় বাকি ছিল। এখন বৃষ্টিও চলে এল।
ফ্লাডলাইটের সমস্যায় প্রায় ৯ মিনিট খেলা বন্ধ থাকার পর তিন বল হতেই বৃষ্টি নামল। মাঠকর্মীরা তাড়াহুড়ো করে পিচ ও এর চারপাশ কাভারে ঢেকে ফেললেন। খেলোয়াড়েরাও ছুটলেন ড্রেসিংরুমের দিকে।
এআর







































