• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভিনিসিউস-নেইমারকে ছাড়াই ব্রাজিলের দারুণ জয়


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:০৬ এএম
ভিনিসিউস-নেইমারকে ছাড়াই ব্রাজিলের দারুণ জয়

ঢাকা: নেইমার-ভিনিসিয়ুস-রদ্রিগোসহ ছিলেন না একাধিক তারকা। সেরাদের ছাড়া কার্লো আনচেলত্তির ব্রাজিল কেমন খেলে, সেদিকেই ছিল ভক্ত-সমর্থকদের চোখ। তবে কোনো প্রভাব পড়ল না ব্রাজিলের খেলায়।

পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলেও পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের ঠেকাতে পারল না চিলি। গতিময় ফুটবলে তাদের অনায়াসে হারাল কার্লো আনচেলত্তির দল।

মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম‍্যাচে ৩-০ গোলে জিতেছে ব্রাজিল। প্রথমার্ধে এস্তেভাও দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব‍্যবধান বাড়িয়েছেন লুকাস পাকেতা ও ব্রুনো গিমারাইস।

৬৪ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২২টি শট নেয় ব্রাজিল, এর সাতটি ছিল লক্ষ‍্যে। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের তলানিতে থাকা চিলি তিন শটের কোনোটিই রাখতে পারেনি লক্ষ‍্যে।

ঘরের মাঠে দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল। রাফিনিয়ার ক্রসে হেড করলেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি গাব্রিয়েল মাগালিয়াইস। দুই মিনিট পর জালে বল পাঠান কাসেমিরো। কিন্তু অফসাইডের জন‍্য মেলেনি গোল।

অসংখ‍্য ফাউলে বারবার ছন্দপতন হলেও গতিময় ফুটবলে চিলিকে বেশ চাপে রাখে ব্রাজিল।

একাদশ মিনিটে রাফিনিয়ার শট ব্লকড হয় চিলির রক্ষণে। পাঁচ মিনিট পর কয়েক সেকেন্ডের ব‍্যবধানে এস্তেভাও ও রাফিনিয়ার দুটি শটও সেখানে প্রতিহত হয়। ডি বক্স ও এর আশেপাশে চিলির সব খেলোয়াড় থাকায় বারবার একই পরিণতি দেখছিলেন স্বাগতিকরা।

৩৮তম মিনিটে শেষ হয় ব্রাজিলের গোলের অপেক্ষা। রাফিনিয়ার শট কোনোমতে হাত বাড়িয়ে ফেরান চিলি গোলরক্ষক। ফিরতি বলে সুযোগ কাজে লাগান এস্তেভাও। গোললাইনের সামনে থেকে চমৎকার বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন চেলসির এই ফরোয়ার্ড।

৭ মিনিট পর চিলির গিয়ের্মো মারিপানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে ভিএআর মনিটরে ফাউলের রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে হলুদ কার্ড দেখান তিনি।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি কাসেমিরো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ সুযোগ পান এস্তেভাও। ৪৬তম মিনিটে শট লক্ষ‍্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। নয় মিনিট পর গাব্রিয়েল মার্তিনেল্লির শট ফেরান চিলি গোলরক্ষক।

৭১তম মিনিটে বদলি নামার কয়েক সেকেন্ডের মধ‍্যে গোল করে ব‍্যবধান দ্বিগুণ করেন পাকেতা। লুইস এইহিকের ক্রসে খুব কাছ থেকে হেডে জাল খুঁজে নেন ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেডের এই মিডফিল্ডার।

৭৬তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন গিমারাইস। এই গোলেও আছে এইহিকের অবদান। তার শট কোনোমতে ঠেকান চিলি গোলরক্ষক। ছুটে গিয়ে ফিরতি বল জালে পাঠান নিউক‍্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার গিমারাইস।

আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি আগেই চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছিল একুয়েডর। তাদের সঙ্গে গোলশূন‍্য ড্র করে প‍্যারাগুয়েও জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে।

২৬ পয়েন্ট নিয়ে চারে আছে একুয়েডর। এক পয়েন্ট কম নিয়ে ছয়ে প‍্যারাগুয়ে।

এআর

Wordbridge School
Link copied!