• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাকের-শামিমের ব্যাটিংয়ে সম্মানজনক স্কোর বাংলাদেশের   


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:৩৪ পিএম
জাকের-শামিমের ব্যাটিংয়ে সম্মানজনক স্কোর বাংলাদেশের   

ঢাকা: দলকে বিপদ থেকে টেনে তুলে সম্মানজনক স্কোর করেছে বাংলাদেশ। ইনিংসের শুরুতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। ৯.৫ ওভারে মাত্র ৫৩ রানেই প্রথম সারির ৫ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টাইগাররা। 

দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন জাকের আলি অনিক ও শামিম পাটোয়ারি। শেষ দশ ওভারে তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৯ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। 

শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

আজকের ম্যাচে জিতলে বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। তবে হেরে গেলে আফগান পরীক্ষায় পাশ করতেই হবে, না হয় গ্রুপপর্ব থেকেই টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আসরের প্রথম ম্যাচে দুর্বল হংকংকে হারায় বাংলাদেশ।

শ্রীলংকার বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই আউট হন তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান করতে পারেননি তিনি। শেষ বলে সোজা ব্যাটে খেলার চেষ্টা করেন। টাইমিং মিস হওয়ায় বোল্ড হয়ে ফেরেন তানজিদ।

প্রথম ওভারে কোনো রান স্কোর বোর্ডে তোলার আগে তানজিদ আউট হওয়ায় দল চাপে পড়ে যায়। সেই চাপ থেকে দলকে উত্তরণের আগেই আউট হন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও। তিনি দুশমন্ত চামিরার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

তাওহীদ হৃদয় আগের বলে ক্যাচ তুলে দিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা ক্যাচ মিস করায় রক্ষা পান। কিন্তু পরের বলে সজোরে ব্যাট চালিয়ে দৌড়ে ৩ রান নিতে গিয়ে রান আউট হন।

৪.৩ ওভারে দলীয় মাত্র ৯ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন হৃদয়। তার বিদায়ে চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। দলকে উত্তরণের চেষ্টা করছেন অধিনায়ক লিটন দাস।

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে দলের বিপদ আরও বাড়িয়ে দিলেন শেখ মেহেদি হাসান। ওয়ানেন্দু হাসারাঙ্গার অফ স্টাম্পের বাইরে পড়া বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মেহেদি। গুগলি ডেলিভারিটি বুঝতেই পারেননি তিনি। বল ছোবল দেয় তার প্যাডে। শ্রীলংকার আবেদনে সাড়া দেন আম্পায়ার।
 
এআর

Wordbridge School
Link copied!