• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিসিবি নির্বাচনের ধাক্কা

বিপিএল ছাড়ার ইঙ্গিত ফরচুন বরিশালের


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৪, ২০২৫, ০৫:২২ পিএম
বিপিএল ছাড়ার ইঙ্গিত ফরচুন বরিশালের

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছে টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান বিসিবির নির্বাচনে ভোটাধিকার হারানো ও ক্রিকেট রাজনীতিতে প্রভাব কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

মিজানুর রহমান বলেন, ‘ওনারা বিপিএল আয়োজন করতে পারবেন কি না সেটাই প্রশ্ন। নতুন নির্বাচিত কমিটিতে কারা আছে, যাদের ওপর ভর করে এমন বড় আয়োজন হবে? নামটাই বলুন।’

বিসিবি নির্বাচন শেষ হওয়ার পর নতুন কমিটি কবে গঠিত হবে তা ঠিক হয়নি। ফলে নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। এর প্রভাবে ফরচুন বরিশাল ইতোমধ্যেই বিদেশি ক্রিকেটারদের সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

মিজানুর রহমান আরও জানান, ‘যেসব খেলোয়াড়কে সাইন করেছিলাম, সেগুলো সব বাতিল করতে হচ্ছে। ডিসেম্বরে বিপিএল আয়োজন কার্যত অসম্ভব।’

এমন পরিস্থিতিতে বরিশালের হ্যাটট্রিক শিরোপার স্বপ্নও ধাক্কা খেতে পারে। গত কয়েক আসরে দলের অন্যতম ভরসা ছিলেন তামিম ইকবাল। তবে বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের পর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এখনো কোনো আলোচনা হয়নি।

গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহাবুব আনামও নির্বাচনে অংশ না নেয়ায় নতুন কমিটিতে থাকছেন না। তাই ফ্র্যাঞ্চাইজি আহ্বান, প্লেয়ার্স ড্রাফট এবং টুর্নামেন্টের সময়সূচি-সবকিছুই অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

বরিশাল কর্ণধারের অভিযোগ, বছরের পর বছর বিনিয়োগ ও পরিশ্রমের পরও ফ্র্যাঞ্চাইজিগুলো প্রাপ্য সম্মান পাচ্ছে না। ফলে বিপিএলের ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন তৈরি হয়েছে।

এসএইচ


 

Wordbridge School
Link copied!