• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফিফায় স্থান পেলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২৫, ০৩:৩৬ পিএম
ফিফায় স্থান পেলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

ছবি : সংগৃহীত

ঢাকা : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন। এছাড়াও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও স্থান পেয়েছেন ফুটবলের আরেক কমিটিতে। 
 
তাবিথ আউয়ালকে ‘ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন’ কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে, মাহফুজা আক্তার কিরণ জায়গা পেয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির ‘ইয়ুথ গার্লস কম্পিটিশন’ কমিটিতে। উভয় কমিটির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

বুধবার (৮ অক্টোবর) সকালে বাফুফে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বাংলাদেশের দুই কর্মকর্তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে।

বাফুফে সভাপতি হিসেবে তাবিথের জন্য এটি নতুন হলেও, মাহফুজা আক্তার কিরণ এর আগেও ফিফার নির্বাহী কমিটির সদস্য হিসেবে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে কাজ করেছেন। বাফুফে জানিয়েছে, এবারের মনোনয়ন দুটি সরাসরি ফিফা থেকে করা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!