• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মান বাঁচানোর লড়াইয়েও ব্যর্থ হলো বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৩১, ২০২৫, ১০:৩০ পিএম
মান বাঁচানোর লড়াইয়েও ব্যর্থ হলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মান বাঁচানোর লড়াইয়েও ব্যর্থ হলো বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর চট্টগ্রামে তৃতীয় ম্যাচেও ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয় লিটন দাসের দল। ফলে তিন ম্যাচের সিরিজে ক্যারিবীয়দের হাতে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল টাইগাররা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান তোলে বাংলাদেশ। একাই লড়াই করেছেন ওপেনার তানজিদ তামিম। দলের হয়ে ৬২ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি—যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা স্কোর। তবে বাকিদের ব্যাটিং ব্যর্থতায় সেই ইনিংসও বৃথা যায়।

ইনিংসের শুরুতে পারভেজ ইমন ও তানজিদ সতর্ক সূচনা করলেও ইমন ১০ বলে ৯ রানে বিদায় নেন। এরপর নামেন অধিনায়ক লিটন দাস। কিন্তু ব্যাট হাতে আবারও ব্যর্থ, মাত্র ৯ বলে ৬ রান করে ফেরেন সাজঘরে। সাইফ হাসান ২২ বলে ২৩ রান করলেও ইনিংস এগিয়ে নিতে পারেননি। পরের ব্যাটারদের কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ফলে তামিমের একার লড়াইয়ে থেমে যায় বাংলাদেশের সংগ্রহ ১৫১ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। শেখ মেহেদি ও শরিফুল ইসলামের শুরুর আঘাতে ৫২ রানের মধ্যেই তারা হারায় তিন উইকেট। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে রোস্টন চেস ও আকিম অগাস্টে গড়ে তোলেন ম্যাচ ঘুরিয়ে দেওয়া পার্টনারশিপ। দুজনেই তুলে নেন অর্ধশতক। ৫০ রান করে চেস আউট হলেও ২৫ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান অগাস্টে। শেষ পর্যন্ত ১৬ ওভার ৫ বলেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ, হাতে থাকে ৫ উইকেট।

এম

Wordbridge School
Link copied!