• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিসিবি থেকে সালাউদ্দিনের পদত্যাগ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৫, ২০২৫, ০১:৩৭ পিএম
বিসিবি থেকে সালাউদ্দিনের পদত্যাগ

ফাইল ছবি

ঢাকা: ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার (৫ নভেম্বর) স্বশরীরের বিসিবিতে এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন।

চুক্তি অনুযায়ী আয়ারল্যান্ড সিরিজেও কাজ করবেন এই সহকারী কোচ। জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও আবারো ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এই কোচ। আসন্ন বিপিএলেও কোনো দলের কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন সালাউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হলেও ঠিক এক বছরের মাথায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দেশের ক্রিকেটের এই অভিজ্ঞ কোচ।

সালাউদ্দিনের পদত্যাগের গুঞ্জন গতকালই (মঙ্গলবার) ছড়িয়ে পড়ে। ক্রিকবাজকে সংক্ষেপে বলেন, 'হ্যাঁ, আমি পদত্যাগ করছি।'
 
সোমবার (৩ নভেম্বর) বিসিবি এক ম্যারাথন মিটিং শেষে মোহাম্মদ আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ করার সিদ্ধান্ত জানায়। সে সময় অবশ্য বিসিবির পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেয়ার পেছনে সালাউদ্দিনের প্রতি 'অনাস্থা'র মতো কোনো ব্যাপার নেই।

রাজ্জাকের ভাষায়, 'সালাহউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। আসলে কারও ব্যর্থতার জন্য না। ওইখান থেকে সরানো হয়নি কাউকে, আশরাফুলকে অন্তর্ভূক্ত করা হয়েছে। কোচিং প্যানেলে আরও একজনকে যুক্ত করা হলো।'

দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টী সিরিজ খেলতে আগামী ৬ নভেম্বর আয়ারল্যান্ড দল বাংলাদেশে আসবে। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্টটি মাঠে গড়াবে। এরপর ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। এটির ভেন্যু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। 

টেস্ট সিরিজ শেষে আগামী ২৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি যথাক্রমে ২৯  নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পিএস

Wordbridge School
Link copied!