• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক শর্মা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৮, ২০২৫, ০৫:৪২ পিএম
টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

ফাইল ছবি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় তারকা ওপেনার অভিষেক শর্মা। সবচেয়ে কম ম্যাচ খেলে দ্বিতীয় দ্রুততম এক হাজার রান করেন ভারতীয় এই তরুণ ওপেনার। 

শনিবার ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন অভিষেক। বাঁহাতি এই ব্যাটসম্যান ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের রেকর্ড। 

গত ২ নভেম্বর হোবার্টে ৩৮ বলে ৭৪ রান করে ৫৬৯ বলে ১ হাজার রানে পৌঁছান অজি ব্যাটার। আর অভিষেক এই মাইলফলকে যেতে খেলেছেন ৫২৮ বল।   

অল্পের জন্য সবচেয়ে কম ইনিংস খেলে এক হাজার রান করা ভারতীয় ব্যাটার হতে পারেননি অভিষেক। এই ফরম্যাটে গ্যাবায় ২৮তম ইনিংস খেলতে নামেন তিনি। তার চেয়ে এক ইনিংস কম খেলে এক হাজারি ক্লাবে দ্রুততম ভারতীয় বিরাট কোহলি (২৭ ইনিংস)।

এসএইচ 

Wordbridge School
Link copied!