• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘শততম’ ম্যাচে সেঞ্চুরি পেলেন লিটনও


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২০, ২০২৫, ১১:৫১ এএম
‘শততম’ ম্যাচে সেঞ্চুরি পেলেন লিটনও

ছবি : সংগৃহীত

ঢাকা: শততম টেস্ট খেলতে নেমেছিলেন বলে সব স্পটলাইট ছিল মুশফিকুর রহিমের ওপর। সেঞ্চুরি করে তিনি উপলক্ষটাকে আরও বিশেষ করে রেখে দিয়েছেন তিনি।

তবে এসবের আড়ালে লিটন দাসও মাইলফলকের এক ম্যাচ খেলতে নেমেছিলেন। এই ম্যাচ তারও শততম, তবে সব ধরনের প্রথম শ্রেণির ক্রিকেট ধর্তব্যে এনে তবেই। সেই ম্যাচে লিটনও সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন।

২০১১ সালের ১৭ অক্টোবর বগুড়ায় জাতীয় ক্রিকেট লিগে অভিষেক হয় তার। ঢাকার বিপক্ষে রংপুর বিভাগের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। সে ম্যাচে তিনি দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৬ ও ৩১।

এরপর জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয় ২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লায়। সব মিলিয়ে এই ম্যাচের আগ পর্যন্ত ৯৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়ে তিনি সংখ্যাটা তিনে উন্নীত করেছেন। 

মাইলফলক ছোঁয়ার ম্যাচে তিনিও সেঞ্চুরি পেয়েছেন। ইনিংসের ১১৬তম ওভারে গ্যাভিন হোয়িকে চার মেরে সেঞ্চুরি পূরণ করেন। ১৫৮ বলে সেঞ্চুরিটা করলেন। ৭টি চার আর ২টি ছয় মেরেছেন তিন অঙ্ক ছোঁয়ার পথে। 

টেস্ট ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে করা ওই সেঞ্চুরির এক বছর পর এবার আবার তিন অঙ্কের দেখা পেলেন তিনি।

এসআই

Wordbridge School
Link copied!