• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্বকাপের আসল ট্রফি এখন ঢাকায়, যারা সরাসরি দেখতে পাবেন


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৪, ২০২৬, ১০:৪৯ এএম
বিশ্বকাপের আসল ট্রফি এখন ঢাকায়, যারা সরাসরি দেখতে পাবেন

বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ (বুধবার) ঢাকায় এসেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। সকাল দশটার দিকে বাংলাদেশে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। ট্রফি নিয়ে বাংলাদেশে পৌঁছেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। 

আজ দুপুর দুইটার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে।

কোকা কোলার পক্ষ থেকে আগে জানানো হয়েছিল আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইনের বিজয়ীরা বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। বাংলাদেশি ভক্তদের জন্য সেই সুযোগও থাকছে আজকের আয়োজনেই।

ট্রফি ঢাকায় এলেও সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য সরাসরি দেখার সুযোগ থাকছে না। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজনটি স্বল্প সময়ের হওয়ায় এবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না।

কেবল কোকা কোলার নির্ধারিত বিজয়ীরাই নির্দিষ্ট সময়ে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন।
এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে টুর্নামেন্ট। ফিফার সূচি অনুযায়ী আগামী ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপ শেষ হবে ১৯ জুলাই।

এম

Wordbridge School
Link copied!