• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের


স্পোর্টস ডেস্ক জানুয়ারি ১৪, ২০২৬, ১০:২২ পিএম
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের ধারাবাহিক মন্তব্যে ক্ষোভ চরমে পৌঁছেছে ক্রিকেটারদের মধ্যে। ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ নিয়ে তার সাম্প্রতিক বক্তব্যকে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে আগামীকাল বিপিএলের ম্যাচ শুরুর আগেই পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।

কোয়াব স্পষ্ট জানিয়ে দিয়েছে—নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কট করবে।

বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, “আগামীকাল বিপিএল ম্যাচের আগে এম নাজমুল যদি তার পদ থেকে সরে না দাঁড়ান, তাহলে কোনো পর্যায়ের ক্রিকেটেই খেলবে না ক্রিকেটাররা।”

বিশ্বকাপে অংশগ্রহণ না করলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম যে মন্তব্য করেন, তা ঘিরেই মূলত এই সংকট। তিনি বলেন, বিশ্বকাপে না খেললে ক্ষতি হবে ক্রিকেটারদের, বোর্ডের নয়। কারণ ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি ও পারফরম্যান্সভিত্তিক অর্থ পান, বোর্ডের লাভ-ক্ষতি সেখানে নেই।

এ সময় তিনি আরও প্রশ্ন তোলেন, “খারাপ খেললে তো ক্রিকেটাররা টাকা ফেরত দেয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কেন?”

এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রিকেটাররা। অনেকের মতে, এমন মন্তব্য খেলোয়াড়দের সম্মান ও মর্যাদার পরিপন্থী।

বিতর্ক ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, নাজমুল ইসলামের মন্তব্য ব্যক্তিগত এবং তা বোর্ডের আনুষ্ঠানিক অবস্থান নয়। অনুমোদিত চ্যানেল ছাড়া পরিচালকদের ব্যক্তিগত মন্তব্য বিসিবির নীতি বা দৃষ্টিভঙ্গির প্রতিফলন করে না।

বিসিবি আরও জানায়, ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ বা দেশের ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন হলে প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বোর্ড পুনর্ব্যক্ত করে, জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি তাদের পূর্ণ সম্মান ও সমর্থন অব্যাহত থাকবে।

ভবিষ্যতে পারফরম্যান্স অনুযায়ী পারিশ্রমিক দেওয়ার সম্ভাবনার কথাও ইঙ্গিত দিয়েছেন নাজমুল ইসলাম। তবে তিনি স্পষ্ট করেন, এটি তার একার সিদ্ধান্ত নয়—বোর্ড সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে।

এম

Wordbridge School
Link copied!