• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:৩২ পিএম
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

ফাইল ছবি

গতকাল বুধবার ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম। এরপর ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগ দাবি করে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কট ঘোষণা করে। ক্রিকেটারদের তোপের মুখে বিসিবি নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়, তবে তিনি বোর্ডের পরিচালক পদে বহাল থাকেন।

আজ থেকে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা থাকলেও কোয়াবের বয়কটের কারণে দুই ম্যাচই স্থগিত হয়েছে। প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে। দুপুর সাড়ে ১২টায় টস হওয়ার কথা থাকলেও কোনো ক্রিকেটার মাঠে যাননি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাকিবুল হাসানসহ বোর্ডের শীর্ষ কর্মকর্তারা মিরপুরে উপস্থিত ছিলেন।

খেলা না শুরু হওয়ায় কিছু দর্শক গ্যালারিতে প্রবেশ করেছিলেন, আরও অনেকে গেইটের বাইরে অপেক্ষা করছিলেন। জায়ান্ট স্ক্রিনে দর্শকদের উদ্দেশে বার্তা দেওয়া হয় যে ম্যাচ শুরু করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে এবং দর্শকদের ধৈর্যধারণের জন্য অনুরোধ করা হলো।

কিন্তু উত্তেজিত দর্শকরা ধৈর্য হারান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ন্ত্রণে আনে। দুপুরে বনানীতে একটি হোটেলে কোয়াব সংবাদ সম্মেলন করে, যেখানে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার উপস্থিত ছিলেন এবং দাবিতে অনড় থাকেন। এরপর বিসিবি মাঠ থেকে ম্যাচের প্রস্তুতি বন্ধ করে দেয়।

দর্শকরা আজকের টিকিটের অর্থ ফেরত পাবেন কি না বা ম্যাচ পুনঃনির্ধারিত হবে কি না, এ বিষয়ে বিসিবি এখনো কোনো ঘোষণা দেয়নি।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!