• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বাংলাদেশ অধিনায়কের সঙ্গে হাত মেলালো না ভারত অধিনায়ক 


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:৩৬ পিএম
বাংলাদেশ অধিনায়কের সঙ্গে হাত মেলালো না ভারত অধিনায়ক 

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচের আগে করমর্দন না করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। টসের সময় বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে টস করতে আসেন ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে ও বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। ম্যাচ রেফারি ডিন কস্কার টসের নির্দেশ দিলে কয়েন ছুড়ে দেন আয়ুষ। ‘টেল’ ডাকেন আবরার। কয়েন পড়ে গেলে রেফারি জানান, বাংলাদেশ টস জিতেছে। এরপর কোনো করমর্দন ছাড়াই সরে যান ভারতীয় অধিনায়ক।

আয়ুষ সরে দাঁড়ানোয় বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারও আর করমর্দনের উদ্যোগ নেননি। উল্লেখ্য, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসের সময় উপস্থিত থাকতে না পারায় সহ-অধিনায়ক আবরার টস করতে আসেন।

এই ঘটনার মধ্য দিয়ে ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রভাব মাঠে পড়েছে বলে মনে করছেন অনেকে। এর আগে ভারত-পাকিস্তান ক্রিকেটেও এমন ঘটনা দেখা গেছে। গত এশিয়া কাপের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন করেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। সে সময় ভারতীয় ক্রিকেটারদের পক্ষ থেকেও একই ধরনের আচরণ দেখা যায়।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত বছর কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটীয় সৌজন্য এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিল। এশিয়া কাপ জয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি গ্রহণ না করার ঘটনাও আলোচনায় আসে।

সম্প্রতি ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কেও শীতলতা দেখা গেছে। আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে না নেওয়া এবং বাংলাদেশ সরকারের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত-এই বিষয়গুলো দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আলোচনায় নিয়ে এসেছে।

এই প্রেক্ষাপটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত–বাংলাদেশ ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। টসের সময় করমর্দন না করার ঘটনাকে সেই উত্তেজনারই আরেকটি বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন অনেকে।

এসএইচ 

Wordbridge School
Link copied!