• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতকে ২৩৮ রানে ধসিয়ে দিল বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:০২ পিএম
ভারতকে ২৩৮ রানে ধসিয়ে দিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আইসিসি অ-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শুরু দারুণ হলো। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ২৩৮ রানে অলআউট করে দিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। জিততে হলে ভারতকে ৪৯ ওভারে ২৩৯ রান করতে হবে।

টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সিদ্ধান্ত কার্যকর প্রমাণিত হয়েছে। শুরু থেকেই ভারতকে চাপে রাখে বাংলাদেশ। অর্ধেক ইনিংস শেষ হয় মাত্র ১১৯ রানে, এবং শেষ পাঁচ উইকেটে ভারত আরও ১১৯ রান যোগ করতে সক্ষম হয়।

শুরুটা দেন আল ফাহাদ। তিনি ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রেকে কালাম সিদ্দিকির ক্যাচে ফেরান। পরের বলেই তিনি বেদান্ত ত্রিবেদীকে আউট করেন। ১২ রানে ২ উইকেট হারিয়ে ভারত বিপাকে পড়ে।

বৈভব সূর্যবংশী একাই ভারতকে আগুনে ঝাঁপাতে থাকলেও তামিম ও তার বোলারদের দক্ষতার কাছে শেষ পর্যন্ত হেরে যায়। তামিম নিজেও বোলিংয়ে সক্রিয় ছিলেন, গুরুত্বপূর্ণ উইকেট তুলে ভারতকে বড় জুটি গড়তে দেননি।

শেষে আল ফাহাদ ম্যাচের চূড়ান্ত স্পেল নিয়েছিলেন। শেষ তিন উইকেট তুলে তিনি ভারতের ইনিংস শেষ করেন, আন্তর্জাতিক অ-১৯ ক্রিকেটে নিজের প্রথম ফাইফার রেকর্ড করেন।

বাংলাদেশের এই দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের কারণে এখন ভারতকে জয়ের জন্য কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, এবং এই জয় বাংলাদেশকে গ্রুপ পর্বে শক্ত অবস্থানে নিয়ে গেছে।

এসএইচ 

 

Wordbridge School
Link copied!