• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চুল ভুল কাটায় ২ কোটি জরিমানা


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০২১, ০২:৩০ পিএম
চুল ভুল কাটায় ২ কোটি জরিমানা

ঢাকা : ভারতে একজন মডেলের চুল ভুল ভাবে কাটার অভিযোগে দেশটির ভোক্তা অধিকার সংরক্ষণ আদালত একটি সেলুনকে দুই কোটি রুপি জরিমানা দেয়ার নির্দেশনা দিয়েছেন। আগামী আট সপ্তাহের মধ্যে জরিমানা পরিশোধ করতে হবে।

বিবিসির প্রতিবেদনে জানান হয়, গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ রায় দিয়েছেন ন্যাশনাল কনজ্যুমার ডিসপুটস রেড্রেসেল কমিশন (এনসিডিআরসি)। তবে ওই সেলুন মালিকের আপিল করার সুযোগ রয়েছে।

জানা গেছে, ২০১৮ সালের ১২ এপ্রিল দিল্লির মৌর্য হোটেলের সেলুনে চুল কাটতে যান মডেল আশনা রায়। তিনি অভিযোগ করেন, চুল যেভাবে কাটার কথা বলেছিলেন সেভাবে কাটা হয়নি। তিনি মাত্র ৪ ইঞ্চি ছোট করার জন্য বলেন, কিন্তু হেয়ার ড্রেসার অনেক ছোট করে ফেলেন তার চুল। শুধু তাই নয় অতিরিক্ত অ্যামোনিয়া ব্যবহার করে চুলের ক্ষতি করার অভিযোগও রয়েছে তার।

এনসিডিআরসির পর্যবেক্ষণে বলা হয়, চুল সৌন্দর্যের প্রতীক। চুলের সঙ্গে নারীদের একটা আবেগের সম্পর্ক রয়েছে। ওই মডেল চুলের সামগ্রীর বিজ্ঞাপন করেন। চুল ঠিকমতো না কাটায় ওই মডেলের কাজ পেতে অনেক সমস্যা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!