• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কনের বান্ধবীকে মালা পরালেন মদ্যপ বর, ভাঙল বিয়ে


ফিচার ডেস্ক ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৪:৫৫ পিএম
কনের বান্ধবীকে মালা পরালেন মদ্যপ বর, ভাঙল বিয়ে

ঢাকা: ভারতে বিয়েকে কেন্দ্র করে মদ্যপান নতুন নয়। তাই বলে কনেকেই চিনতে পারবে না বর! কিন্তু তেমনটাই ঘটেছে দেশটির উত্তরপ্রদেশের একটি বিয়েবাড়িতে। মদ্যপ বর মালাবদলের সময় ভুল করে কনের বদলে তাঁর বান্ধবীর গলায় মালা পরান। এই ঘটনায় রেগেমেগে বিয়েই ভেঙে দিলেন কনে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার উত্তরপ্রদেশের বরেলীর কিলোদিয়াতে ঘটনাটি ঘটে। কনের বাড়ির লোক যদিও শুরুতে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কনে তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। ভেঙে দেওয়া হয় বিয়ে। এমনকি পাত্রকে থাপ্পড় মারেন পাত্রী।

এই ঘটনায় কনের বাবা পুলিশে অভিযোগ জানান পাত্র ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে যৌতুক নিয়ে হয়রানি এবং মানহানির মামলা করা হয়েছে। পুলিশ এসে পাত্র ও তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ করেছেন। 

বিয়েবাড়ির এই কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ‘ভারত সমাচার’ নামে একটি হিন্দি সংবাদমাধ্যমের এক্স অ্যাকাউন্টে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়। এরই মধ্যে বহু মানুষ সেই ভিডিও দেখেছেন। রীতিমতো লাইক-কমেন্টের বন্যা বয়ে গেছে। অনেকে কনের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। এ রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সাহস দরকার বলে মন্তব্য করেছেন।

ইউআর
 

Wordbridge School
Link copied!