• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঘূর্ণিঝড় ‘মোন্থা’: কখন কোথায় আঘাত হানবে, সর্বশেষ আপডেট


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২৫, ১১:১৭ পিএম
ঘূর্ণিঝড় ‘মোন্থা’: কখন কোথায় আঘাত হানবে, সর্বশেষ আপডেট

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর আকাশে মেঘলা আবহাওয়া, দমকা হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সংস্থাটির জারি করা ষষ্ঠ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এবং ক্রমে উত্তর–উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

বর্তমানে মোন্থা চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছে।

এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল ও গভীর সাগরে না যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে পরবর্তী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দু-এক স্থানে বৃষ্টি হতে পারে। অন্যদিকে বুধবার (২৯ অক্টোবর) থেকে দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু এলাকায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

পরবর্তী বৃহস্পতিবার ও শুক্রবারেও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে পাঁচ দিনের শেষে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এম

Wordbridge School
Link copied!