• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় সেনিয়ার, আঘাত হানবে যেখানে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৫, ০৯:২৭ পিএম
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় সেনিয়ার, আঘাত হানবে যেখানে

ফাইল ছবি

সারাদেশে ভূমিকম্প আতঙ্কের মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ গড়ে উঠছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার (২৬ নভেম্বর) বা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যেই এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে ‘সেনিয়ার’, যার অর্থ সিংহ। নামটি দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়টি আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত শনিবার (২২ নভেম্বর) যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা মালাক্কা প্রণালী ও সংলগ্ন আন্দামান সাগরের ওপর আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার (২৪ নভেম্বর) এই নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে, তা এখনও নির্দিষ্ট নয়। আপাতত আন্দামানে প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের সম্পাদক সোমনাথ দত্ত জানান, আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা ও তরাই-ডুয়ার্সের জেলাগুলোতে তাপমাত্রা তেমন পরিবর্তিত হবে না। দক্ষিণবঙ্গেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি নতুন নিম্নচাপের ক্ষেত্র তৈরি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, এটি পশ্চিম-উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার দিকে এগোবে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কার উপকূল সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচদিনের আবহাওয়ার চিত্র অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশ এবং শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। দিনের বেলা এবং রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন বা অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শুক্রবার সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আবহাওয়া শুষ্ক থাকায় তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ তথ্যের মাধ্যমে নিশ্চিত করেছে, আগামী পাঁচদিনের মধ্যে বাংলাদেশের সামগ্রিক আবহাওয়ার ধরনে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটার আশঙ্কা নেই।

এসএইচ 

Wordbridge School
Link copied!