• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তিন জেলায় শৈত্যপ্রবাহের আভাস


নিউজ ডেস্ক জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:১৬ এএম
তিন জেলায় শৈত্যপ্রবাহের আভাস

দেশের দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আজও চলমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারাদেশেই তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) প্রকাশিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, পরবর্তী কয়েক দিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে বর্ধিত পাঁচ দিনে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কমার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে, যার প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আগামী চার দিন তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন না হলেও, পাঁচ দিনের শেষ ভাগে শীত আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এম

Wordbridge School
Link copied!