• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএলের উদ্বোধনীতেই মুখোমুখি ধোনি-কোহলি


ক্রীড়া ডেস্ক মার্চ ২৩, ২০১৯, ০১:৫১ এএম
আইপিএলের উদ্বোধনীতেই মুখোমুখি ধোনি-কোহলি

ঢাকা : আইপিএল মানে চার-ছক্কার বিনোদন। ক্রিকেট পিপাসুরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন এই টুর্নামেন্ট। শনিবার থেকে চেন্নাই শুরু হচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। এদিনই মুখোমুখি হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। একজন সাবেক এবং আরেকজন বর্তমান ভারত অধিনায়ক।

ধোনির চেন্নাই সুপার কিংস এক অর্থে আইপিএলের কিং। অন্যদিকে আইপিএলের জন্মলগ্ন থেকেই কাড়ি কাড়ি টাকা ঢেলেও একবারও চ্যাম্পিয়নের মালা গলায় পড়তে পারেনি বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এবার কোহলি সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া।

তবে চিপকে কোহলির দলের রেকর্ড সুখকর নয়৷ আইপিএলের প্রথম সংস্করণেই চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পেয়েছিল বেঙ্গালুরু৷ অর্থাৎ শেষ এক দশক চিপকে জয় অধরা কোহলিদের। এম চিদাম্ববরম স্টেডিয়ামে সাতটি ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে বেঙ্গালুরু৷ আইপিএলে সাফল্যের পরিসংখ্যানেও কোহলিদের চেয়ে হাজার গুণ এগিয়ে ধোনি। তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস৷ দু’ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর ফিরেই চ্যাম্পিয়ন হয় ধোনি ব্রিগেড৷ আর তিনবার ফাইনালে উঠলেও এখনো পর্যন্ত আইপিএল ট্রফির স্বাদ পায়নি বেঙ্গালুরু৷

চিপকে ধোনিদের সমর্থনে গলা ফাটাবে পুরো স্টেডিয়াম৷ ধোনি-রায়নাদের অনুশীলনেই হাজির হতেন প্রায় ১২ হাজার সমর্থক৷ উদ্বোধনী অনুষ্ঠান না হলেও বাইশ গজে ধোনি-কোহলিদের লড়াই ঘিরে বাড়তি উন্মাদনা নিয়ে শুরু হতে চলেছে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ : শেন ওয়াটসন, ফ্যাফ ডু’প্লেসি, সুরেশ রায়না, অম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি(অধিনায়ক), কেদার যাদব, ডোয়াইন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, ডেভিড উইলি এবং মোহিত শর্মা৷

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ : পার্থিব প্যাটেল, মঈন আলি, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, শিমরণ হেটমেয়ার, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ এবং যুবেন্দ্র চাহাল৷

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!