• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গর্ভপাতের বিরুদ্ধে মুসলিম-খ্রিস্টান নেতারা একজোট


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৮, ২০১৬, ১১:২৭ এএম
গর্ভপাতের বিরুদ্ধে মুসলিম-খ্রিস্টান নেতারা একজোট

সোনালীনিউজ ডেস্ক
সিয়েরা লিওন সরকার পার্লামেন্টে নিরাপদ গর্ভপাত সংক্রান্ত যে বিলটি পাশ করেছে, তা কুরআন এবং বাইবেলের পরিপন্থী বলে প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
আর তাই ধর্মীয় আদর্শ আর আচারের ভিন্নতা ভুলে সিয়েরা লিওনের মুসলিম ও খ্রিস্টান ধর্মের নেতৃবৃন্দ গর্ভপাতের বিরুদ্ধে একজোট হয়ে পদযাত্রা করছেন।
দেশটির পার্লামেন্ট অভিমুখে যাওয়া বিক্ষুব্ধ এই ধর্মীয় নেতাদের দাবি, সরকার পার্লামেন্টে নিরাপদ গর্ভপাত সংক্রান্ত যে বিলটি পাশ করেছে, তা কুরআন এবং বাইবেলের পরিপন্থী।
এই বিলটি গত ডিসেম্বরে পার্লামেন্টে পাস হয়। কিন্তু দেশটির প্রেসিডেন্ট এখনো সেটিতে সই করেননি। তার যুক্তি, বিলটি পাস করানোর আগে দেশের ধর্মীয় নেতাদের মতামত নেয়া হয়নি।
তবে, বিলটির সমর্থকেরা বলছেন, দেশটিতে যোগ্য চিকিৎসক এবং প্রশিক্ষিত ধাত্রীর অভাবে গর্ভপাত করাতে গিয়ে প্রতিবছর বহু নারী প্রাণ হারান। বরং গর্ভধারণের বারো সপ্তাহ সময়ের মধ্যে নিরাপদে গর্ভপাত করানো গেলে, অনেক ক্ষেত্রেই মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। সূত্র : বিবিসি।
সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!