• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাসাকাদজাদের রানের পাহাড় টপকাতে পারল না টাইগাররা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০১৬, ১১:১৭ এএম
মাসাকাদজাদের রানের পাহাড় টপকাতে পারল না টাইগাররা

সোনালীনিউজ ডেস্ক

চার ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও হারলো বাংলাদেশ-জিম্বাবুয়ের কাছে ১৮ রানে হেরেছে মাশরাফি বাহিনী।
শুক্রবার খুলনায় বেলা ৩টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৮০ রান করে জিম্বাবুয়ে। ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ১৯ ওভারে ১৬২ রানে অলআউট হয় স্বাগতিকরা। ১৮ রানে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।
দলে তিনটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেও জয় আসলো না— খুলনায় চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৮ রানে হারলো জিম্বাবুয়ে।
খুলনায় টসে হারলেও ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই ভুসি সিবান্দাকে আউট করে ব্রেক থ্রু এনে দেন অধিনায়ক মাশরাফি।
দ্বিতীয় ওভারেই দ্বিতীয় উইকেট হারাতে পারতো জিম্বাবুয়ে। কিন্তু রনির বলে তোলা মুতুম্বামির ক্যাচটি তালু্ন্দী করতে পারেননি তাসকিন।
নতুন জীবন পেয়ে ২৫ বলে ৩২ রান করেনু মুতুম্বামি। অন্যপ্রান্তে চলে মাসাকাদজা ঝড়। মুতুম্বামি-মাসাকাদজার ৮০ রানের জুটি ভাঙেন রনি।
ফিফটি আসে মাসাকাদজার ব্যাট থেকে। স্কোর যখন দুশর কোটা পেরুবে মনে হচ্ছিল তখন পরপর দুটি উইকেট হারিয়ে রানরেট কমে আসে জিম্বাবুয়ের। ওয়ালার-মাসাকাদজার ৬১ রানের জুটি ভাঙে তাসকিনের ইয়র্কারে। ২৪ বলে ৩৬ রান করেন ওয়ালার।
পরের ওভারেই সিকান্দার রাজাকে আউট করে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০তম উইকেট শিকার করেন সাকিব।
একপ্রান্ত আগলে রেখে ৫৮ বলে ৯৩ রানের হার-না-মানা ইনিংস খেলেন মাসাকাদজা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮০ রান তোলে জিম্বাবুয়ে।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। তৃতীয় ওভার শেষ হবার আগেই দলীয় ১৭ রানে নেই চার উইকেট। ব্যর্থতার মিছিলে তামিম, সৌম্য, সাব্বির ও সাকিবের পর যোগ দেন ইমরুলও।
এরপর নুরুল হাসান ১৫ বলে ১৫, মাশরাফি ১২ বলে ২২ ও মাহমুদুল্লাহ ৪১ বলে ৫৪ রান করলেও, জিততে পারেনি বাংলাদেশ। ১৯ ওভারে ১৬২ রানে অলআউট হয় মাশরাফি বাহিনী। জিম্বাবুয়ের ১৮ রানের জয়ে, ২-২ সমতায় শেষ হয় সিরিজ।
সিরিজের তৃতীয় ম্যাচে হেরে যাওয়ার পর বাংলাদেশ দলেও পরিবর্তন এনেও কাজ হয়নি। মুক্তার আলি, মোহাম্মদ শহিদ ও মোসাদ্দেক হোসেনের বদলে দলে ফিরেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, তাসকিন আহমেদ ও আবু হায়দার।
জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), রিচমন্ড মুতুমবামি (উইকেটরক্ষক), গ্রায়েম ক্রেমার, তেন্দাই চিসোরো, লুক জংয়ে ও নেভিল মাদজিভা।
সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!