• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় ভারত


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০১৯, ০২:০৫ পিএম
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় ভারত

ঢাকা : ‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় ভারত। বাংলাদেশ-ভারত-মিয়ানমারের স্বার্থে এটি খুব জরুরি।’ বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসব কথা বলেন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয়ে বৈঠক শেষ হয় বেলা ১টায়।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পাশে রয়েছে ভারত। বাংলাদেশের সব উন্নয়নে ভারত সহযোগিতা করে যাবে। জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ভারতের অভ্যন্তরীণ বিষয়। তিস্তা চুক্তি বিষয়ে নরেন্দ্র মোদির যে প্রতিশ্রুতি দিয়েছে তা নিয়ে কাজ করছে ভারত সরকার। যোগাযোগ, জ্বালানি ও বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। রোহিঙ্গাদের পুনর্বাসনে ভারত সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সফররত  ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে দ্বিপক্ষীয় বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একান্তে কথা বলেন।

তিস্তা চুক্তি বাস্তবায়নে আগের অবস্থানে অনড় ভারত : বাংলাদেশ ও ভারতের মধ্যকার অমিমাংসিত তিস্তা চুক্তির বিষয়ে আগের অবস্থানে অনড় আছে ভারত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ-ভারত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি নিয়ে ভারত আগের অবস্থানে অনড় আছে। প্রতিশ্রুতি মোতাবেক আমরা এ চুক্তি করে যাবো।

তিনি আরও বলেন, ৫৪টি নদী নিয়ে কীভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা যায়, তার ফর্মুলা খুঁজছে দুই দেশ। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অভিন্ন নদীর পানিবন্টন সমস্যার সমাধান করা হবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ভারতের অবস্থান সম্পর্কে জয়শঙ্কর বলেন, সবার সুবিধার কথা ভেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্ব দেবে ভারত।

এসময় আসামের নাগরিকপুঞ্জি বা এনআরসি ইস্যু নিয়ে সাম্প্রতিক বাংলাদেশে যে আতংকের জন্ম দিয়েছে এই নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসামে নাগরিকপুঞ্জি বা এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি নিয়ে কথা বলার কিছু নেই।

এছাড়া বাংলাদেশে সব ধরনের উন্নয়ন কাজে ভারতের সর্বাত্মক সহায়তা থাকবে বলেও প্রতিশ্রুতি দেন এস জয়শঙ্কর।  

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!