• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে ঝরল কৃষকসহ দুই প্রাণ


দিনাজপুর প্রতিনিধি আগস্ট ১২, ২০১৮, ১০:০৬ পিএম
বজ্রপাতে ঝরল কৃষকসহ দুই প্রাণ

প্রতীকী ছবি

দিনাজপুর: জেলার বিরল ও বোচাগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিরলের কৃষক নুরুল হক (৫২) ও বোচাগঞ্জের পাওয়ার টিলার চালক জমিল উদ্দিন (৩৩)। বজ্রপাতে আহত হয়েছেন আরও চারজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিরল উপজেলার খোপড়া গ্রামের চার কৃষক মাঠে আমন চারা রোপণ করে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়ন খোপড়া গ্রামের কৃষক নুরুল হকের মৃত্যু হয়। এছাড়া আহত হন তার সঙ্গে থাকা তোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর (২৬), টুনি মোহাম্মদের ছেলে উপজাল (২৮) ও আহজাদ হোসেনের ছেলে তরিকুল ইসলাম তরি (২৫)।

আহত জাহাঙ্গীরকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

অপরদিকে বোচাগঞ্জ উপজেলার রসুলপুর এলাকায় ফসলের মাঠে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করছিলেন ইয়াসিন আলীর ছেলে জমিল উদ্দীন ও জাহাঙ্গীর আলম (২৮)। এ সময় বজ্রপাতে জমিল ঘটনাস্থলেই মারা যান। তার ভাই জাহাঙ্গীর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল ও বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!