• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অচেতন অবস্থায় মা-দুই মেয়ে উদ্ধার, একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৩, ২০১৬, ০২:৪৬ পিএম
অচেতন অবস্থায় মা-দুই মেয়ে উদ্ধার, একজনের মৃত্যু

রাজধানীর উত্তর বাড্ডায় শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে অচেতন অবস্থায় মা ও দুই মেয়েকে উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর এক মেয়ে মারা যায়। নিহত মেয়ের নাম আরিয়া (২)। তার মা শাহানা আক্তার (৩২) ও বোন আগমনী (৪)।

উত্তর বাড্ডার খান মসজিদের পাশে একটি পাঁচ তলা বাড়ির ৫ম তলার ফ্ল্যাটে শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ওসি জানান, তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। রাত ২টার দিকে অফিস থেকে বাসায় ফিরে ফ্ল্যাটের কলিং বেল টিপে তার স্ত্রীর কোনো সাড়া পাননি। পরে পাশের ফ্ল্যাটের লোকজনদের সহযোগিতায় দরজা ভেঙ্গে ফেলেন। তিনি ঘরে ঢুকে বিছানার উপর স্ত্রী ও দুই সন্তানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাদেরকে বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ওসি আরো জানান, মৃত শিশুর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করতে শাহানার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, প্রকৃত ঘটনা কী, তা কেউ বলতে পারছেন না। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!