• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপরাধীর সঙ্গে পুলিশের সু-সম্পর্ক হলেই ব্যবস্থা


টাঙ্গাইল প্রতিনিধি মে ২৮, ২০১৭, ১০:৪৩ এএম
অপরাধীর সঙ্গে পুলিশের সু-সম্পর্ক হলেই ব্যবস্থা

ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম

টাঙ্গাইল: পুলিশ সদস্যদের হুশিয়ারি দিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, পুলিশের কেউ যদি অপরাধীদের সাথে সু-সম্পর্ক রাখেন তাহলে ওই পুলিশ কর্মকর্তা বা সদস্যের রেহাই নেই। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (২৬ মে) বিকেলে টাঙ্গাইল পুলিশ লাইন্স হল রুমে অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা পুলিশ বিভাগের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের ডিআইজি এসব কথা বলেন।

ডিআইজি শফিকুল ইসলাম বলেন, দেশ থেকে জঙ্গিবাদের পাশাপাশি মাদক নির্মূল করতে হবে অবশ্যই। মাদক যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে তা রোধ করতে হবে আমাদেরই।

টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলমের সভাপত্তিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, শরীফুল ইসলাম, সৈকত শাহীনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির নেতারা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!