• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ইউপি নির্বাচন

অস্ত্র নিয়ে বিএনপি কর্মীদের আ.লীগের ধাওয়া


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি এপ্রিল ১৫, ২০১৭, ০১:২৫ পিএম
অস্ত্র নিয়ে বিএনপি কর্মীদের আ.লীগের ধাওয়া

দশমিনা (পটুয়াখালী): জেলার দশমিনায় ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর বাবা ও সমর্থক কর্মীদের দেশিয় অস্ত্র নিয়ে সরকার দলীয় প্রার্থীর বহিরাগত ভারাটে সন্ত্রাসীরা ধাওয়া ও মারধোরের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে এ ঘটনা ঘটে। এঘটনায় আবুল বশার ও শিপলু নামে বিএনপির দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টায় সরকার দলীয় প্রার্থী মো. নজির সরদারের ভারাটে চরকাজলের মো. শাহিনের নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী চরবোরহানের সেন্টারের বাজারে বিএনপির প্রার্থী মো. শামিম হোসেনের বাবা মোহাম্মদ হোসেন হাওলাদারকে (সাবেক ইউপি চেয়ারম্যান) দেশিয় অস্ত্র নিয়ে ধাওয়া করে।

অপরদিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই মো. উজির সরদারের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে শিপলু ও লঞ্চঘাট এলাকায় বিএনপির কর্মী আবুল বশারকে মারধোর করে আহত করে।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনা সত্য হলে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!