• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আউট না হয়েও মাঠ ছাড়লেন তামিম


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০১৮, ০৬:৩৪ পিএম
আউট না হয়েও মাঠ ছাড়লেন তামিম

ফাইল ছবি

ঢাকা: এশিয়া কাপের ১৪তম আসরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে চাপের পড়ে গেছে মাশরাফি বিন মর্তুজা। লাসিথ মালিঙ্গার করা ইনিংসের প্রথম ওভারের প্রঞ্চম ও শেষ বলে লিটন দাস ও সাকিব আল হাসানের উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় ওভারে কব্জিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল।

যদিও এশিয়া কাপ শুরুর আগেই তামিমের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে শ্রীলঙ্কারর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামেন দেশসের এই ওপেনার। কিন্তু আউট না হয়েও সাজঘরে ফিরতে হয়েছে তাকে।  

ইনিংসের দ্বিতীয় ওভারে সুরাঙ্গা লাকমলের করা শেষ বলে বাঁ-হাতের কব্জিতে আঘাত পান তামিম। এরপর প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। শেষ পর্যন্ত ২ রান নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন দেশসেরা ওপেনার। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহীম ২৪ এবং মোহাম্মদ মিঠুন ২৫ রান করে অপরাজিত আছেন

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!