• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নভেম্বর ২৮, ২০১৬, ০২:১২ পিএম
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া : ভারতীয় ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের প্রতিবাদে ভারতীয় কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদলীয় মোর্চা দিনব্যাপী হরতালের ডাক দেয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সোমবার (২৮ নভেম্বর) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ব্যবসায়ী আব্বাস উদ্দিন ভূঁইয়া জানান, ভারতীয় ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের প্রতিবাদে ভারতীয় কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদলীয় মোর্চা সোমবার দিনব্যাপী  হরতালের ডাক  দেয়। এতে ভারতীয় ব্যবসায়ীরা আগরতলা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করতে অনীহা প্রকাশ করে।

ফলে সোমবার সকাল থেকে বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!