• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবার কোহলিকে টপকে শীর্ষে স্মিথ


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৪, ২০১৮, ০৯:১৩ এএম
আবার কোহলিকে টপকে শীর্ষে স্মিথ

ঢাকা: এজবাস্টনের পর ভারত লর্ডসেও হেরেছে। প্রথম টেস্টে একাই বুক চিতিয়ে লড়াই করেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্টে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি তাঁর দল ভারতও হেরে গেছে তিন দিনে। এর প্রভাব পড়েছে আইসিসি র‌্যাংঙ্কিংয়েও।

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় কোহলিকে টপকে আবার এক নম্বরে চলে এলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এই স্মিথকে সরিয়েই সপ্তাহ খানেক আগে এক নম্বর হয়েছিলেন কোহালি।

লর্ডস টেস্টের দুই ইনিংসে ব্যর্থ হওয়ার কারণেই এক নম্বর ব্যাটসম্যানের লড়াইয়ে পিছিয়ে গেলেন ভারত অধিনায়ক। তবে শুধু কোহলিই নন, লর্ডস টেস্টে খারাপ পারফরম্যান্সের জেরে প্রায় সব ভারতীয় ক্রিকেটারের র্যা ঙ্কিংয়ে প্রভাব পড়েছে। ব্যতিক্রম রবিচন্দ্রন অশ্বিন। দুই ইনিংসে ২৯ ও ৩৩ রানে অপরাজিত থাকার সুবাদে অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন এই ভারতীয় স্পিনার।

লর্ডসে ভারতের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের অন্যতম নায়ক ছিলেন জেমস অ্যান্ডারসন। যে পারফরম্যান্সের সুবাদে ৯০০ পয়েন্টের সীমা টপকালেন তিনি। ৩৮ বছরের মধ্যে অ্যান্ডারসনই হলেন প্রথম ইংলিশ বোলার, যিনি ৯০০ পয়েন্টের গণ্ডি টপকালেন। অ্যান্ডারসনের পয়েন্ট এখন ৯০৩। এর আগে ইংলিশ বোলারদের মধ্যে ৯০০ ক্লাবের সদস্য ছিলেন সিডনি বার্নস, জর্জ লোম্যান, টনি লক, ইয়ান বোথাম, ডেরেক আন্ডারউড ও আলেক বেডসার।

অ্যান্ডারসনের বোলিংয়ের প্রশংসা করেছেন শচীন টেন্ডুলকারও। সোমবার শচীন টুইট করেন এভাবে, ‘অসাধারণ বোলিং করল অ্যান্ডারসন এবং ব্রড। আমাদের এখন ভালো ক্রিকেট খেলতেই হবে।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!